শ্রেয়া দানা, ০২, ফেব্রুয়ারি: নতুন পেশ হওয়া বাজেটকে ‘মিথ্যের ঝুড়ি’ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গে বিভিন্ন নতুন প্রকল্প উদ্বোধনের জন্য গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানেই এক বক্তৃতায় নতুন পেশ হওয়া বাজেটকে তোপ দাগেন তিনি। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে উদ্দেশ্যে করে তিনি বলেন, সোমবার সংসদে যা পেশ হয়েছে, তা আসলে “হুক্কাহুয়া বাজেট! ভেকধারী সরকারের ফেকধারী বাজেট”।
এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগ তুলে বলেন, ‘‘সব বিক্রি করে দিচ্ছে। রেল, বিমানবন্দর, বিমা, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল সব বিক্রি করে দিচ্ছে। হাতে গোনা দু-এক জন এ সব পাবে। কোটিপতিদের টাকা ছাড় দিয়ে গরিবদের মারছে। এলআইসি ৭৪% নাকি বিক্রি হবে। কী করছে এরা!’’ এরা যদি থাকে সাধারণ মানুষ ভাত, আলু সিদ্ধ খেতে গেলে, আলু সিদ্ধ মাখার তেল পাবে না। এদিন মুখ্যমন্ত্রী জনতার উদ্দেশ্যে জানান, “আপনারা এদের বিক্রি করে দিন”।