নিজস্ব প্রতিনিধি:ভোটের মরশুমে একদিকে রাজ্যে ঢুকছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ওপর দিকে মজবুত হচ্ছে প্রশাসনিক নজরদারিও।গোপন সূত্রে খবর পেয়ে আজ হাওড়া মল্লিক ফটকের দুধগুলির একটি বাড়িতে হাওড়া ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর আধিকারিকরা।
আচমকা এই অভিযানে বাড়িটি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন নামিদামি কোম্পানির তেল এবং তেল তৈরি সরঞ্জাম সহ লক্ষাধিক টাকার যন্ত্রাংশ ।
এনফর্সমেন্ট ডিপার্টমেন্টের অভিযান চালানোর খবর পাওয়ার পরেই ওই কারখানা ছেড়ে শ্রমিকরা পালিয়ে যায়।ঘটনাস্থলে কেউ গ্রেপ্তার না হলেও কারখানার মালিক দুলারা খানের খোঁজ চালাচ্ছে আধিকারিকরা।
অভিযান চালানোর সময় প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেন এনফর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা।একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করে বাড়ির অনন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই বেশ রমরমিয়ে চলছিল ওই কারখানাটি।কিন্তু সেখানে যে এমন কর্মকান্ড চলে যা এলাকাবাসী প্রত্যাশা করেনি।যা ধরা পড়ার পর স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।