নরেশ ভকত, বাঁকুড়াঃ স্বাধীনতার 73 বছর পেরিয়ে গেলেও এখনো আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা সমাজের মূল স্রোতে ফিরতে পারেনি। পৌঁছাতে পারেনি স্কুল চৌকাঠ পর্যন্ত । এবার সেই সমস্ত যাযাবর মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন বিষ্ণুপুর শহরে কয়েকজন সমাজসেবী।
শনিবার বিষ্ণুপুরের সাতটি যাযাবর পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন মুজিবর কাজী, সায়েব পালোয়ান, উজ্জ্বল নন্দী, উত্তম দে নামের সমাজ সেবীরা।সাহায্যের হাত বাড়িয়ে তাদের হাতে তুলে দিলেন চাল, তেল, সাবান,শ্যাম্পু, সার্ফ, জুতো সহ অন্যান নিত্য প্রয়োজনীয় সামগ্রী । এমনকি আগামী দিনে তাদের ছেলেমেয়েদের শিক্ষার আলোয় পৌঁছে দেবারও ব্যাবস্থা করা হবে বলে সমাজসেবীরা জানিয়েছেন ।
মুজিবর কাজী নামে এক সমাজসেবী বলেন,’উড়িষ্যার চিলকা হ্রদ এবং ঝাড়খণ্ডের হাজারীবাগ থেকে আড়াইশো বছর আগে মূলত এদের উৎপত্তি হয় তারপর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরা ছড়িয়ে যায় । এরা আমাদের ভারতবর্ষের নাগরিক আগামী দিনে এদেরকে সামাজিক স্বীকৃতি এবং সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য’।
ছায়া বেদ নামে এক মহিলা যাযাবর বলেন,’আজকের দুনিয়াতে তো আমাদেরকে কেউ ফিরেও দেখে না,কিন্তু ভগবানের মহিমাতে আজ ওনারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করলেন আমাদেরকে।শুধু তাই নয় আরো অনেক সাহায্যের কথাও বলেছেন এতে আমরা অত্যন্ত আনন্দিত।এমনকি ওনারা আমাদের বাচ্চাদের পড়াশোনা করানোর কথাও বলছেন, এই উদ্যোগের জন্য আমরা চির কৃতজ্ঞ থাকবো ওনাদের কাছে।