গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজনৈতিক কারণে উত্তপ্ত হয়েছে বঙ্গের একাধিক এলাকা।কিন্তু বেশ কয়েক মাস পর ফের ধর্ষণ করে খুনের অভিযোগে তীব্র উত্তপ্ত হলো নদিয়ার পলাশিপাড়া।
অভিযোগ নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায়
এক নবম শ্রেণীর কিশোরীকে ধর্ষণ করে খুন করার।
ঘটনার কথা জানতে পেরে স্থানীয় জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে। পুলিশ এসে ঘটনা সামাল দিতে গেলে পরিস্থিতি আরো বিগড়ে যায়। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেই ওই এলাকা।ক্ষিপ্ত জনতা চারটি দোকানে অগ্নি সংযোগ করে। ঘটনায় তৃণমূল ও পুলিশের ভূমিকায় প্রশ্ন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের পাল্টা অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি।তবে পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।