নরেশ ভকত, বাঁকুড়াঃ বিজেপির পর এবার সিপিএমের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বেলশুলিয়া গ্রামে ।বৃহস্পতিবার সিপিআইএমের জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে একটি মিছিলের আয়োজন করা হয়।
অভিযোগ সেই বিরোধিতা মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। । বোমার আঘাতে বেশ কয়েকজন সিপিএম কর্মী আহত হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন ঘোষ জানিয়েছেন ,”আমরা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় মিছিল করব পুলিশকে আগে থেকেই জানিয়েছিলাম,যাতে শান্তিপূর্ণভাবে মিছিল হয় কিন্তু তারপরেও পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে বোমাবাজি করে” এই ঘটনায় আমাদের পনেরো থেকে আঠারো জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
বোমাবাজির ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য জানিয়েছেন,”এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই ,ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে”,এটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়।