Friday, October 22, 2021
Home রাজ্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সাঁইথিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ।

সাঁইথিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ।

দলের নির্বাচনের প্রচার এর ফ্লেক্স পোস্টার রাতের অন্ধকারে ছিড়ে দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

সুইটি মন্ডল: দলের নির্বাচনের প্রচার এর ফ্লেক্স পোস্টার রাতের অন্ধকারে ছিড়ে দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে বীরভূমের সাঁইথিয়া বিধানসভার সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুর তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। তৃণমূলের অভিযোগ এলাকায় পায়ের তলায় মাটি না পেয়ে ফ্লেক্স পোস্টার নষ্ট করছে বিজেপি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে টাঙ্গানো ফ্লেক্স ও পোস্টার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ সমাবেশ করে। তৃণমূলের দাবি এলাকায় বিজেপির সংগঠন নেই ২৪ জন দুষ্কৃতী কে নিয়ে এই জঘন্য কাজ গুলো করছে তারা।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?