বীরভূম সফরে এসে বোলপুরের বাউল শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শাহ ঘুরে যাওয়ার পরই বাসুদেব বাউলের মেয়ের ডিএড পড়ার ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেস।
এপ্রসঙ্গে অনুব্রত মন্ডল বলেন, “অমিত শাহ এসেছিলেন নাটক করতে, নাটক করে চলে গিয়েছে। এখন ওর মেয়ে ডিএড করতে চায়। ওর পক্ষে দেড় লাখ টাকা দিয়ে মেয়েকে ডিএড করানো সম্ভব না। তাই আমি বলে দিয়েছি, ওকে ডিএড-টা করিয়ে দিতে।” অন্যদিকে বাসুদেব দাস বাউল বলেন, “আমি নিজের বাড়িতে রেশনের চাল খাই। অমিত শাহের জন্য মিনিকিট এনেছিলাম। ওরা আমাকে কোনও সাহায্য করেনি। এমনকি, খাওয়ানোর পর থেকে ওরা কেউ যোগাযোগও করেনি। আমি ভেবেছিলাম, অমিত শাহকে বলব যে আমার মেয়ে এমএ করে বসে আছে। টাকার জন্য ডিএড করাতে পারিনি। কিন্তু বলা সম্ভব হয়নি। উনি সেবা করে চলে যান।”
এদিন সাংবাদিক বৈঠকে অনুব্রত মন্ডলের সাথে উপস্থিত ছিলেন শিল্পী বাসুদেব দাস বাউল, তাঁর মেয়ে সুমনা দাস, ছেলে শুভময় দাস ও জয়ন্ত দাস।তবে এব্যাপারে এখনো বিজেপির বিজেপি তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।