নিজস্ব প্রতিনিধি,কলকাতা:করোনাকালে শুধুমাত্র মানুষই ঘরবন্দি হয়নি।ঘরবন্দি হয়েছিল রিল লাইফের প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরাও।ক্ষতিগ্রস্ত হয় রুপোলি পর্দা।কিন্তু তা শুধুমাত্র কয়েকমাস মাত্র।করোনা মহামারীর বিধিনিষেধ ছেড়ে নিজেকে গোছাচ্ছে পৃথিবী, সঙ্গে স্বাভাবিক হচ্ছে রিল আর রিয়েল লাইফ দুটোই।বর্তমানে সেই রিয়েল লাইফের আরেক নামই ‘নিউ নরম্যাল’।
এবার ঘরবন্দি মানুষের ‘রিয়েল লাইফ কে রিল লাইফের’ পর্দায় নিয়ে আসছেন ডিরেক্টর তপন দত্ত।স্বল্পদৈঘের দুটি ছবি ‘অবসরে ও পরানের বাঁশি’,যা একত্রে মিলিয়ে তৈরি হচ্ছে ‘সব চরিত্র তোমার আমার’।ছবিতে মূলত দেখা যাবে করোনাকালে ঘরবন্দি মানুষের জীবন কি ভাবে কেটেছে,তারই বাস্তবায়ন।
বুধবার ছবির ‘ট্রলর লঞ্চ’ অনুষ্ঠানে ছবির ডিরেক্টর তপন দত্ত সহ সমস্ত কলাকুশলীরা উপস্থিত হয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন।কিভাবে তারা লোকডাউন এর মতো সময়ে ঝারখন্ড সীমান্তে শ্যুটিং করলেন,শুধু তাই নয় ছবির সেটের খুঁটিনাটি মজার কোথাও শেয়ার করলেন তারা।
ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, দেবশ্রী ভট্টাচার্য, দেবীকা মিত্র,মিঠুন হাজরা,সমীর বিশ্বাস,সোনায় দত্ত,শর্মিষ্ঠা ভট্টাচার্য,মনোতোষ সিংহ,সীমা চৌধুরী, পায়েল রায়, অহনা মন্ডল,রিন্টু দে।ছবিতে সংগীত পরিবেশন করেছেন কুমার সানু,মানসী রায় ও সৌগত পাল।তবে এখনো পর্যন্ত গোটা ছবির শুটিং সম্পন্ন হয়নি।ডিরেক্টরের আশা,খুব তাড়াতাড়ি তা শেষ করে মহামারি মুক্ত বাংলাকে একটা সুন্দর ছবি উপহার দিতে পারবে।