Friday, October 22, 2021
Home রাজ্য শীতলকুচি যাবার উদ্দেশ্যে কোচবিহার বিমানবন্দরে জগদীপ ধনকর।

শীতলকুচি যাবার উদ্দেশ্যে কোচবিহার বিমানবন্দরে জগদীপ ধনকর।

তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক।

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃহস্পতিবার শীতলকুচি যাবার উদ্দেশ্যে কোচবিহার বিমানবন্দরের নামলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন বিএসএফের হেলিকপ্টারে দুপুর ১২ টা ২৭ মিনিটে কোচবিহার বিমানবন্দরে নামেন।

তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক এর পর সোজা তিনি শীতলকুচি উদ্দেশ্য রওনা দেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের পর থেকেই শীতলকুচি, সিতাই, দিনহাটা বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী অশান্তির ঘটনা ঘটছে। সেই আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনকর।

এরপর রাতে কোচবিহার সার্কিট হাউসে রাত্রি যাপন করেন এবং আগামীকাল সকালে কোচবিহার বিমানবন্দর থেকে অসমের উদ্দেশ্যে রওনা দেবেন। অসমের রাঙাপানি, গোয়ালপাড়া, শ্রীরামপুরে বিভিন্ন এলাকায় বহু আক্রান্ত বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছে। সেই ক্যাম্পে গিয়ে ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?