Friday, October 22, 2021
Home করোনার খবর শঙ্খ ঘোষের প্রয়াণে শোকবার্তা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর।

শঙ্খ ঘোষের প্রয়াণে শোকবার্তা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর।

মারা গেলেন কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ।

কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুরে দু’জনেই ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন।

প্রধানমন্ত্রী লিখেছেন, “বাংলা এবং ভারতীয় সাহিত্যে শ্রী শঙ্খ ঘোষের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কাজ বহু প্রশংসিত এবং সমাদৃত। কবির প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর পরিবারের প্রতি সমবেনা জানাই।”

অমিত শাহে লিখেছেন, “প্রখ্যাত বাঙালি কবি, সাহিত্য অকাদেমি পুরস্কারজয়ী শ্রী শঙ্খ ঘোষের প্রয়াণে গভীর ভাবে মর্মাহত। অসামান্য কবিতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। তাঁর পরিবার এবং ভক্তদের সমবেদনা জানাই। ওম শান্তি।”

বুধবার সকালে মারা গেলেন কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। জ্বর থাকায় গত সপ্তাহে কোভিড পরীক্ষা করিয়েছিলেন তিনি। রিপোর্ট এলে জানা যায়, তিনি সংক্রমিত হয়েছেন। তার পরই নিভৃতবাসে চলে গিয়েছিলেন। এমনিতেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, তার উপর করোনায় আক্রান্ত হওয়ায় শারীরিক ভাবে আরও দুর্বল হয়ে পড়েন তিনি।

মঙ্গলবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার সকালে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু চিকিত্‍সকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?