আই এস এল জমে উঠেছে লীগ টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে। এই লড়াই এ অন্য দলগুলির থেকে কিছুটা এগিয়ে আছে মুম্বাই সিটি এফসি ও এটিকে মোহনবাগান। রবিবার ফিরতি ম্যাচ এটিকে মোহনবাগান এবং কেরল ব্লাস্টার্স এর মধ্যে হয়।
প্রথমার্ধের ১৪ মিনিটে কেরল ব্লাস্টার্সের সাহাল আব্দুল সামাদের পাসে ৩৫ গজ দূর থেকে গ্যারি হুপার গোল করেন । ফলে এটিকে মোহনবাগান ১ গোলে পিছিয়ে পরে। বল পজিশনে কেরল ব্লাস্টার্স অনেক এগিয়ে থাকে ৬৯% এবং এটিকে মোহনবাগান ৩১%.
গোল পাওয়ার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠে ছিল কিবু ভিকুনার কেরল ব্লাস্টার্স। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিবু ভিকুনার দল বার বার চাপে ফেলছিল আন্তোনিও লোপেজ হাবাসের দলকে। তার ফলই দেখা গেল ৫১ মিনিটে। আবারও ১ গোল করে এগিয়ে গেল কেরল ব্লাস্টার্স। এর পরই যে এক অসাধারণ ভাবে খেলায় ফিরবে বাগান বাহিনী কে ভেবেছিল।
প্রথম গোল ৫৯ মিনিটে শোধ করে বাগান বাহিনীর মার্সেলিনহো। যাঁর এই ম্যাচেই অভিষেক হয়। প্রায় ৬ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলও পরিশোধ করে এটিকে মোহনবাগানের গোল মেশিন রয় কৃষ্ণ। দ্বিতীয়ার্ধের একদম শেষের দিকে ৮৭ মিনিটে গোল করে রয় কৃষ্ণ জয়ের পথ খুলে দেয় বাগান শিবিরের কাছে।
দু গোলে পিছিয়ে থেকেও এত দুর্দান্তভাবে এটিকে মোহনবাগান খেলা শেষ করল তা প্রশংনীয়। বাগান বাহিনীকে আবারও পুরোনো ছন্দে দেখা গেল।