কোনো প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা চাইলে লিভ টুগেদার করতেই পারেন,সেটা কোনো অপরাধ নয়,আর তাতে কোনো আইনি সমস্যাও নেই! বুধবার এমনটাই জানিয়ে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
সাম্প্রতিক বছর বিশেকের এক ‘কাপল’ কে লিভ টুগেদার’ এ থাকার মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল, কোনো তরুণের বিয়ের বয়স না হলেও সে লিভ টুগেদারের সম্পর্কে জড়াতেই পারেন,তাতে তাঁর কোনো আইনি সমস্যা নেই।সেটা সেই তরুণের ব্যক্তিগত ব্যাপার।
একজন ব্যক্তিমানুষ তাঁর জীবন কি ভাবে কাটাবেন,সেটা সম্পূর্ণ ঠিক করবে সেই ব্যক্তি টি। সংবিধান প্রত্যেকের ব্যক্তিস্বাধীনতাকে সুরক্ষিত করে। জীবনসঙ্গীকে বেছে নেওয়াটাও সেই স্বাধীনতার অন্তর্ভুক্ত। আর বাবা-মা কখনওই প্রাপ্তবয়স্ক সন্তানকে কোনও বিষয়ে জোর করতে পারেন না।কারণ তার নিজস্ব ব্যক্তি-স্বাধীনতা তাকে এই অধিকার প্রদান করে।