নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুরঃ কেন্দ্রের লাগামহীন পেট্রোল- ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে,শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গনেশ টকিজ সিনেমা হলের পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি করা হলো।
তাদের মূলত বক্তব্য,দিনে দিনে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের জ্বালানির দাম বেড়ে চলেছে, যার জেরে সমস্যায় পড়েছে সমগ্র দেশবাসী।মধ্যবিত্ত পরিবারে রান্নার জ্বালানি গ্যাস অথবা পেট্রোল ডিজেল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তাই তারই প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গঙ্গারামপুর তৃণমূল ছাত্র পরিষদের পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ সহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা।