সুইটি মন্ডল: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তর বারাসাতের নারায়নি হসপিটাল ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। সূত্রের খবর এক যুবককে নিয়ে এলাকার লোকজন অ্যাক্সিডেন্টের পরে নারায়নী হসপিটালে আসেন। বেড নেই বলে রোগী এবং তার বাড়ির লোককে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলেটির। এরপর উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে নারায়নী হসপিটালের ডেস্ক এবং কম্পিউটার টেবিল-চেয়ার ভাঙচুর করে এমনটাই অভিযোগ।
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙচুর বারাসাত নারায়ণী হসপিটলে।
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
Sourceসুইটি মন্ডল