সোহিনী পোড়েল, ৭, ফেব্রুয়ারি: তৃতীয় দিনের প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৫৭৮/১০। টিম ইন্ডিয়া সেই রান তাড়া করতে গিয়ে ম্যাচের শুরু থেকেই হোঁচট খেতে শুরু করে। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৭৪ ওভারে ২৫৭/৬।
ভারতের হয়ে ইনিংস শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। তবে ইংরেজ পেসার জফ্রা আর্চারের বলে সাজঘরে ফিরে যান হিটম্যান। অন্যদিকে তরুণ ওপেনার শুভমন গিল ২৮ বলে ২৯ রান করে। আবার জফ্ৰা আর্চারের বলেই জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান শুভমন গিল। বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে ৪৮ বলে ১১ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তারপরেই ইংরেজ পেসার ডোম বেসের বলে আউট হয়ে যান। আবার সহ অধিনায়ক আজিঙ্কা রাহানেও ৬ বলে ১ রান করে আউট হন।
এরপরেই রিশভ পান্থ ও চেতেশ্বর পূজারা এক অসাধারণ পার্টনারশিপ করে ইনিংসকে এগিয়ে নিয়ে যায়। চেতেশ্বর পূজারা ১৪৩ বলে ৭৩ রান এবং রিশভ পান্থ ৮৮ বলে ৯১ রান করেন। যখনই ভারতীয় সমর্থকেরা একটু স্বস্তির নিঃশ্বাস নেয় তখনই ঘটল অঘটন। দুর্ভাগ্যের কারণেই রিশভ পান্থ ও চেতেশ্বর পূজারাদের কেও সাজঘরে ফিরতে হয়।
তৃতীয় দিনের শেষে ওয়াশিংটন সুন্দর ৬৮ বলে ৩৩ রান এবং রবিচন্দ্রন অশ্বিন ৫৪ বলে ৮ রান করে ক্রিজে রয়েছেন। টিম ইন্ডিয়ার চতুর্থ দিনের প্রথম কাজ হবে ফলোয়ান এড়ানো। টিম ইন্ডিয়া নিজেদের ঘরের মাঠেই এমন চাপে পড়বে কে ভেবেছিল। দিনের শেষে কিছুটা এগিয়ে জো রুটরা।