Tuesday, September 21, 2021
Home আন্তর্জাতিক রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েই সফর শুরু বাইডেনের।

রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েই সফর শুরু বাইডেনের।

বাইডেন শুরু করলেন প্রথম বিদেশ সফর।

নিজস্ব প্রতিনিধি, আমেরিকা: ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকলে তার মূল্য দিতে হবে রাশিয়াকে, এই মর্মে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন শুরু করলেন প্রথম বিদেশ সফর। আর সেই সফরের শুরুতেই রাশিয়াকে এভাবে সতর্ক করলেন তিনি।

বুধবারই UK-তে পৌঁছেছেন বাইডেন। আটলান্টিক চার্টার নিয়ে তিনি বরিস জনসনের সঙ্গে আলোচনা আছে তাঁর। জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা ইস্যুতে ১৯৪১ সালে উইনস্টন চার্চিল ও ফ্রাঙ্কলিন রুজভেল্টের যে ঐকমত্য হয়েছিল, আটলান্টিক চার্টার তারই আধুনিক সংস্করণ।

ইউরোপে আট দিনের সফরে বাইডেন উইন্ডসর ক্যাসেলে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি জি–৭ ভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন জার মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। সফরের শেষ দিকে বাইডেন জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?