গত কালই জেলা প্রশাসনিক বৈঠক থেকে ফিরতি পথে হঠাৎই ‘সারপ্রাইস ভিজিটে’বল্লভপুর ডাঙ্গা গ্রামে ঢুকে পড়েন।সেখানেই এক চায়ের দোকানে তরকারি রেঁধে চা খেয়ে একান্তভাবে মিশে যান গ্রামের মানুষের সঙ্গে।এরপর প্রায় গোটা গ্রাম ও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।শোনেন মানুষের অভাব অভিযোগের কথা।গ্রামবাসীরা পানীয় জল থেকে শৌচালয় বিভিন্ন সরকারি ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে অভিযোগ করেন।
গ্রামের মানুষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলেই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ২৪ ঘন্টার মধ্যে সমস্ত সমস্যা সমাধানের নির্দেশ দেন জেলাশাসককে।এরপর যেমন নির্দেশ তেমন কাজ।২৪ ঘন্টার মধ্যেই বল্লভপুরে হাজির হলেন জেলাপ্রশাসন।
এদিন রুপপুর পঞ্চায়েতের বল্লভপুর ডাঙ্গা গ্রামে খতিয়ে দেখেন রুপপুর পঞ্চায়েতের প্রধান ও বোলপুরের বিডিও শেখর সাঁই ও অন্যান্য আধিকারিকরা। গ্রামের মানুষের সরকারি কি সুবিধা পেয়েছে আর কোন সুবিধা পায়নি তা খতিয়ে দেখেন। গ্রামের জলের সমস্যা থেকে শুরু করে সুলভ শৌচালয় ও বাড়ি স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছে কিনা তা খতিয়ে দেখেন।