Thursday, October 21, 2021
Home রাজ্য পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া মিছিলের সময় অশান্তি বীরভূমে

মিছিলের সময় অশান্তি বীরভূমে

বীরভূমের নানুরের বাসা পাড়ায় বিজেপির প্রার্থীকে নিয়ে মিছিল চলাকালীন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

সোহিনী পোড়েল: বীরভূমের নানুরের বাসা পাড়ায় বিজেপির প্রার্থীকে নিয়ে মিছিল চলাকালীন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপির মিছিল তৃনমূল কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বিজেপির অভিযোগ তৃণমূলের কার্যালয় পেরিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা পার্টি অফিস থেকে বন্দুক লাঠি নিয়ে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যায়। বিজেপি কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তার পরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। তড়িঘড়ি নানুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মী-সমর্থকেরা লাঠি নিয়ে তাদের কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়া তেই অশান্তি হয়েছে। বাসাপাড়া এই মুহূর্তে চরম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতার কথায়,” মিছিল যাচ্ছিল। সেই সময় হটাৎ ই তৃণমূল কর্মীরা এসে অশান্তি শুরু করে। আমাদের কর্মসূচি নষ্ট করে দেয়। অস্ত্র দেখিয়ে আমাদের ভয় দেখায়।”

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?