নরেশ ভকত, বাঁকুড়াঃ এবার রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়ে বিষ্ণুপুরে মিছিল ও একটি সম্মেলন করল বিষ্ণুপুর ক্ষৌরকার কল্যাণ সমিতির সদস্যরা । বৃহস্পতিবার বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল করে লালগড়ে এসে জমায়েত হন এবং সেখানে একটি সম্মেলনের আয়োজন করেন তারা ।
তাদের দাবি-
*অন্যান্য সমাজের কর্মীরা মাসিক ভাতা পেলেও তাদের মাসিক ভাতা দেওয়া হয় না তাই সরকার তাদের মাসিক ভাতার সুবন্দোবস্ত করলে খুবই ভালো হয় ।
*প্রতিটি ক্ষৌরকার কর্মীদের একটি বাড়ি দিতে হবে ।
*করোনা পরিস্থিতিতে সরকার সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার জন্য নির্দেশ জারি করেছিলেন কিন্তু ক্ষৌরকার রা তাদের জীবিকা অর্জনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে তাদের ।
দীর্ঘদিন বাধ্য হয়ে দোকান বন্ধ পর্যন্ত রাখতে হয়েছিল ফলে স্বাভাবিকভাবেই আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে তাদের । নিজেদের দাবি-দাওয়া আদায়ের এবার তারা পথে নেমেছেন ।
বড়জোড়া ক্ষৌরকার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক শরদিন্দু লায় বলেন ,’প্রতিটি ক্ষৌরকার কর্মীদের বাড়ি দিতে হবে তাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে আগামী দিনে এই দাবি দাওয়া পুরন না হলে তারা নবান্ন অভিযানের পথে হাঁটবেন বলে জানান’।