Friday, May 14, 2021
Home রাজ্য মহারণ,বিজেপি ছাড়র ইঙ্গিত সাংসদ শান্তনু ঠাকুর।

মহারণ,বিজেপি ছাড়র ইঙ্গিত সাংসদ শান্তনু ঠাকুর।

বিজেপি ছাড়ার তীব্র ইঙ্গিত শান্তনুর।

রাজ্য বিজেপি যতই জোরগোলায় সিএএ নিয়ে বক্তব্য রাখুক না কেন সেই সিএএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উল্টো সুর তাঁরই দলের সাংসদ শান্তনু ঠাকুরের গলায়। ফের প্রকাশ্যে উগড়ে দিলেন ক্ষোভ। নাগরিকত্ব ইস্যুতে প্রয়োজন হলে বিজেপির থেকে বিচ্ছেদের ইঙ্গিত পর্যন্ত দিয়েছেন মতুয়া মহা সংঘের সংঘাধিপতি তথা বনগাঁর সাংসদ।

সম্প্রতি ঠাকুরনগরে গিয়ে শান্তনুর মান ভঞ্জনের চেষ্টা করেন কৈলাস বিজয়বর্গীয় । আশ্বাসও দেন দ্রুত নাগরিকত্ব আইন চালু করার ব্যাপারে। কিন্তু শান্তনু তাঁর অবস্থানে অনড়। জেলা বিজেপি নেতৃত্ব এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। করোনার সঙ্গে সিএএ-র সম্পর্ক আছে বলে মনে হয় না। এদিন এমন দাবি করেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। আগে টিকা পরে সিএএ, অমিত শাহের এই মন্তব্যের ভিন্ন সুর শান্তনুর গলায়। ব্যাঘাত ঘটলে আগামীদিনে অনেক কিছু ঘটতে পারে। এই প্রসঙ্গে ঠাকুর বাড়ির অন্যতম সদস্য মমতাবালা ঠাকুর বলেন, ‘এই আইন চালু করলে বিজেপি মনে করছে মতুয়ারা তাঁদের থেকে সরে যাবে, তাই চালু করছে না।’

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?