শ্রেয়া দানা, ০১, ফেব্রুয়ারি: সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে, জিএসটিও ধীরে ধীরে গড়ে তুলছে নিজের রেকর্ড। করোনার প্রকোপ কাটিয়ে, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। সেই সঙ্গে রেকর্ড গড়েছে GST ও। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ৪ মাস ধরে, মাসিক GST সংগ্রহ হয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি। জানুয়ারি মাসে যা সমস্ত রেকর্ড ছাপিয়ে পৌঁছেছে ১.২ লক্ষ কোটিতে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৩১ শে জানুয়ারি সন্ধ্যে ৬- টা পর্যন্ত মাসিক GST সংগ্রহের পরিমান ১ লক্ষ ১৯ হাজার ৮৪৭ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ ২১ হাজার ৯২৩ কোটি, রাজ্য জিএসটির পরিমান ২৯ হাজার ১৪ কোটি টাকা। আইজিএসটি ৬০ হাজার ২৮৮ কোটি টাকা এবং শেষ ৮ হাজার ৬২২ কোটি টাকা (যার মধ্যে আমদানিকৃত দ্রব্য থেকে পাওয়া গেছে ৮৮৩ কোটি টাকা।)
সরকারী বিবৃতিতে জানানো হয়েছে, করোনার পরবর্তী সময়ে এই পরিমাণ কর সংগ্রহ ইঙ্গিত করছে যে, দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ব্যাবসা-বাণিজ্যে যে মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসছে ভারতের অর্থনীতি। যা অত্যন্ত স্বস্তিদায়ক।