সুইটি মন্ডল: মনোনয়ন পত্র জমা দিলো মাটিগাড়া নক্সালবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজেন সুনদাস। এদিনের শিলিগুড়ি মহানন্দা সেতুের সামনে থেকে একবিশাল মিছিল করে মনোনয়ন জমা করতে যায় প্রার্থী রাজেন সুনদাস। মঙ্গলবারের মিছিলে জেলা তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রচুর সংখ্যায় বাম পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী ও সমর্থকদের উপস্থিত চোখে পরার মতো ছিলো। এই কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে প্রথমে নলিনী রঞ্জন রায়কে প্রার্থী হিসেবে থাকলেও পরবর্তীতে প্রার্থী বদল করে রাজেন সুনদাসকে করা হয়।
মনোনয়ন পত্র জমা দিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজেন সুন্দাস।
মনোনয়ন পত্র জমা দিলো মাটিগাড়া নক্সালবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজেন সুনদাস।
Sourceসুইটি মন্ডল