নিজস্ব প্রতিনিধি, বীরভূম:নির্বাচনের মুখে ফের উত্তপ্ত বীরভূমের নানুর।বুধবার সকালেই সিঙ্গি গ্রাম থেকে 25 টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের বাড়ির কাছে বোমা গুলি রেখে দিয়েছে। যদিও তৃণমূল সে অভিযোগ অস্বীকার করেছে ।ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গি গ্রামের দেওয়াল লিখন কে কেন্দ্র করে বিজেপি তৃণমূল এর মধ্যে বিবাদ শুরু হয়। বিজেপির দাবি তাদের দেওয়াল তৃণমূলীরা জোর করে দখল করে নিচ্ছে। এর প্রতিবাদ করাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা নিয়ে বিজেপি কর্মীদের ফাঁসাতে তাদের বাড়ি সংলগ্ন এলাকায় রেখে দিয়ে গিয়েছে। বোমা গুলি উদ্ধারের পর পুলিশের সেগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।