সোহিনী পোড়েল,কলকাতা: নারীশক্তিকে নিয়ে আমরা অনেকেই নানা কথা বলি। তবে এই নিয়ে বাস্তবে কতটা নারীশক্তিকে মর্যাদা দেওয়া হয় তা আমরা সকলেই জানি। ঠিক সেইজন্যই নারীশক্তিকে নিয়ে এক ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে এল জন হালদার পরিচালিত ‘জিঘাংসা’।বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে ‘KLiKK’ প্ল্যাটফর্মে ওয়েবসিরিজটির ট্রেলার মুক্তি পেল।
গল্পের চরিত্রর ছত্রে ছত্রে ফুটে উঠেছে ‘রহস্যময় প্রতিশোধের স্পৃহা’। একটি মেয়ের অকৃত্তিম ভালোবাসা, চারটি বেপরোয়া ছেলে যারা কোনকিছুকেই ভয় পায় না, একের পর এক খুন এই সবকিছুকে নিয়েই ‘জিঘাংসা’।
এই ওয়েবসিরিজটির মুখ্য চরিত্রে আছেন ঈশানি দাস।তিনি এক অন্ধ মেয়ের ভূমিকায় অভিনয় করছেন।ট্রলর লঞ্চ ও অনুষ্ঠান শেষে ‘শ্রীময়ী আমাদের প্রতিনিধিকে জানান, “একটি অন্ধ মেয়ে হয়ে অসাধারণ ভাইলেন বাজাতে পারে, একটি অন্ধ মেয়ের জীবন কেমন হয় এই সবকিছুই জানতে পারবে এই ওয়েবসিরিজটি দেখলে।“
ওয়েবসিরিজটিতে অভিনয় করেছেন অম্লান মজুমদার।যিনি একাধারে এছাড়াও এই গল্পে অভিনয় করেছেন সিদ্ধার্থ ঘোষ, কৃতিশ চক্রবর্তী সহ একগুচ্ছ তারকা।