কৌশিক সালুই ,নরেশ ভকত: এখনো বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি। লাগু হয়নি আদর্শ নির্বাচনী বিধি। তার আগেই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও এসে পৌছালো কেন্দ্রীয় বাহিনী। শনিবার সিউড়িতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ব্যাটালিয়নের এক কোম্পানি জওয়ান এসে পৌঁছায়।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স এর কোম্পানি জওয়ান এদিন বীরভূম জেলার সিউড়ির আইটিআই কলেজে এসে পৌঁছাল। আগামী দিন কয়েকের মধ্যে আরো বেশ কয়েক কোম্পানি এসে পৌঁছবে এখানে।
জেলায় এসে যাওয়া আধা সামরিক বাহিনীর জওয়ানরা দিন দুয়েকের মধ্যে এলাকাজুড়ে রুটমার্চ শুরু করবে। জেলা পুলিশ সুপার মিরাজ খালিদ বলেন,” এদিন কেন্দ্রীয় বাহিনী এক ব্যাটালিয়ন বীরভূমে এসেছে। রবিবার থেকে তারা তাদের কাজকর্ম শুরু করে দেবে”।
বীরভূমের পাশাপাশি শনিবার বাঁকুড়া জেলার পাত্রসায়রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌছেছে । নির্বাচনের আগে এ রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আগেভাগে রাজ্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে ।
আজ থেকেই স্পর্শকাতর’ এলাকাগুলিতে করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর । কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অ্যাডিশনাল এসপি গনেশ বিশ্বাস , বিষ্ণুপুর এসডিপিও কুতুব উদ্দিন খান, সি আই গৌতম তালুকদার, পাএসায়ের থানার ও সি সইফুল শেখ।