Tuesday, September 21, 2021
Home বিনোদন বিনামূল্য কোচিং ক্লাসের ব্যবস্থা করলেন সোনু সুদ।

বিনামূল্য কোচিং ক্লাসের ব্যবস্থা করলেন সোনু সুদ।

করোনায় অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব নিলেন সনু সুদ।

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: করোনায় অনাথ শিশুদের শিক্ষার করোনায় অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে বলা থেকে শুরু করে সমস্ত মানুষের পড়াশোনার প্রয়োজনীয়তার কথা একাধিকবার উঠে এসেছে সোনু সুদের মুখে। আর এবার পড়ুয়াদের দিকে আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।

আর্থিক অভাবের জন্য যে সমস্ত পড়ুয়ারা আইপিএস পরীক্ষার জন্য তৈরি হতে পারছেন না, তাঁদের জন্য বিনামূল্যে কোচিং স্কলারশিপের বন্দোবস্ত করলেন সোনু সুদ। আজ সোশ্যাল মিডিয়ায় সনু সুদের একটি পোস্ট চোখে পরে সবার।

সেখানে তিনি লেখেন, ‘আইএএস -এর জন্য নিজেকে তৈরি করতে চান? আপনার সমস্ত দায়িত্ব নেব আমরা। আমার খুব ভালো লাগছে ‘সম্ভবম’ এক বিষয়ে আপনাদের জানাতে। সোনু সুদ চ্য়ারিটি ফাউন্ডেশান ও নয়া দিল্লি সংস্থার উদ্য়োগে এই কাজটি শুরু করা হচ্ছে’ সেখানে আবেদন জানাতে হবে অনলাইনে। শেষ দিন ৩০ জুন। আজ সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য শেয়ার করেছেন সোনু সুদ নিজে। সোনু সুদের এই নতুন উদ্যোগ ফের একবার মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?