সুইটি মন্ডল: পাঁশকুড়া পশ্চিম বিধানসভার প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে মঙ্গলবার পাঁশকুড়া বাংলামোড় থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত একটি রেলি করা হয়।এই রেলিতে উপস্থিত ছিলেন অমিত শা,জেলা সভাপতি নবারুণ নায়েক। বিধানসভা ভোটের শেষ পর্যায়ের প্রচার করা হল। মূলত পরিবর্তনের জন্যই তাদের এই শেষ পর্যায়ের রেলি।
বিধানসভা ভোটের শেষ পর্যায়ের প্রচার।
মঙ্গলবার পাঁশকুড়া বাংলামোড় থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত একটি রেলি করা হয়।
Sourceসুইটি মন্ডল