বুধবার এক বিজেপি নেতাকে গ্রেফতারি ঘিরে তীব্র উত্তপ্ত হল খড়দা। দফায় দফায় বিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা।অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় বি টি রোডে।অবরোধ তুলতে একাধিকবার লাঠিচার্জ করে পুলিশ ।
সূত্রের খবর এদিন পানিহাটিতে তৃনমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়।সেখানে কিছু বিজেপি কর্মী ছবি তোলে বলে অভিযোগ।তাদের বাধা দিলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তৃনমুল কর্মীদের হুমকি দেয় বিজেপি কর্মীরা।এরপরেই আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে বিজেপি যুব নেতা বুলেট রায় কে গ্রেপ্তার করে খড়দাহ থানার পুলিশ।
এদিকে যুবনেতার গ্রেফতারির খবর পেয়ে প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখতে শুরু করে বিজেপি কর্মীরা,কিন্তু পুলিশ সেখানথেকে তাদের হটিয়ে দিতেই বিজেপি কর্মীরা পুনরায় বিটি রোড অবরোধ করে।অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় বিটি রোডে।অবস্থা বেহাল দেখা অবরোধ তুলতে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ।