Sunday, February 28, 2021
Home রাজ্য বিজেপির সভায় ধুন্ধুমার,অমিতকে ফোন কৈলাসের।

বিজেপির সভায় ধুন্ধুমার,অমিতকে ফোন কৈলাসের।

গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন অমিত শাহ।

বিভিন্ন রাজনৈতিক দলথেকে বিজেপিতে আগত সাংসদ ও বিধায়কদের নিয়ে আজ হেস্টিংসে সম্বর্ধনা সভার আয়োজন করে বিজেপি।কিন্তু সভা শুরুর আগেই শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি।
হেস্টিংসে বিজেপি অফিসে ঢোকার মুখে দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ভেঙে দেওয়া হয় সাংসদের গাড়ি। সাংসদকে কালো পতাকাও দেখান তৃণমূল কর্মীরা। প্রতিক্রিয়ায় সাংসদ সুনীল মণ্ডল জানিয়েছেন, ‘যারা এই কাজ করেছেন তাঁরা আমাকে তৃণমূলে ফিরিয়ে আনার জন্য আমার বাড়িতেই গিয়েছিলেন। এদের সঙ্গে কিছু খারাপ মানুষও ছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমার গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকানোর চেষ্টা হয়।’ অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ‘দলের নির্দেশে এই বিক্ষোভ হয়নি। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে।’
সম্বর্ধনা সভা থেকে শুভেন্দু বেরোনোর সময় ও তৃণমুলকর্মীরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ।সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে ফোন করে গোটা ঘটনার কথা জানান কৈলাস বিজয়বর্গী।গোটা ঘটনার নিখিত বিবরণ চেয়ে পাঠিয়েছে অমিত শাহ।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?