নরেশ ভকত, বাঁকুড়াঃ আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ডান থেকে বাম রাজ্যের সকল রাজনৈতিক দলগুলি নিজেদের দলীয় সংগঠন মজবুত করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন ।মঙ্গলবার, বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার ডাকবাংলো থেকে কাঁকরডাঙ্গা মোড় পর্যন্ত একটি মিছিল কর হয় । মিছিলটি ডাকবাংলো থেকে শুরু হয়ে কাকরডাঙ্গা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভাও করা হয়।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুথ করতেই এই মিছিল ও পথসভার আয়োজন বলে জানান ব্লক নেতৃত্ব। এদিনের মিছিল ও পথসভায় প্রায় ৮০০০ হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন । বিধানসভা নির্বাচনের আগে এই মিছিল ও পথসভা তৃণমূল কর্মীদের মধ্যে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন যোগাবে বলেই ধারনা রাজনৈতিক মহলের একাংশের ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ব্যানার্জি বলেন,’দলীয় সংগঠনকে মজবুথ করতে আমাদের এই মিছিল ও পথসভা। পাত্রসায়ের ব্লক এলাকায় বিজেপির সংগঠন বলতে কিছু নেই। ২০২১ শে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস যে তৃতীয় বার ক্ষমতায় আসছে এটা বলার অপেক্ষা রাখে না’।