দেশ জুড়ে সিগারেট বিক্রিতে নয়া আইন জারি করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। সেই মোতাবেক যথারীতি তৈরি ও হয়েছে বিল।
নতুন বিলে বলা হয়েছে,’ খোলা বাক্সে সিগারেট বিক্রি করা যাবে না। কিনতে হবে গোটা প্যাকেট। আইন ভঙ্গ করলেই পড়তে হবে শাস্তির মুখে’।
এই আইন কে আইনকে বদলাতে আর্জি জানিয়েছে “ফেডারেশন অফ রিটেইলার এসোসিয়েশন অফ ইন্ডিয়া’।
বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের উপর এই নতুন আইনকে সংশোধন করা ও পুনর্বিবেচনার জন্য দাবি জানান হয়েছে। অন্যথায় এই আইন ক্ষুদ্র ও খুচরা বিক্রেতাদের জীবিকায় আঘাত হানবে।
এসোসিয়েশন এর পক্ষ থেকে জানানো হয়েছে,’এই মুহূর্তে গোটা ভারত জুড়ে প্রায় ৪ কোটি ছোট খুচরো ব্যবসায়ী কোভিডের জন্য সংকটে রয়েছে।তাদের ক্ষতির পরিমাণ এতটাই যে তা পূর্ণ করতে গেলে বছর কেটে যাবে।তার ওপর নতুন আইন আনলে আরও বিপদ বাড়বে’। তাই সিগারেট বিক্রিতে নতুন আইনের সংশোধন করার আর্জি জানিয়েছেন “ফেডারেশন অফ রিটেইলার এসোসিয়েশন অফ ইন্ডিয়া’।
নতুন আইনে কার্যত বলা হয়েছের,এবার থেকে ১৮ বছর নয়,২১ বছরের আগে ধূমপান করা যাবে না। শুধু তাই নয়, সিগারেট-সহ যে কোনও তামাকজাত সামগ্রী কেনার ন্যূনতম বয়স বাড়ানোর পথে হাঁটতে চাইছে কেন্দ্র।
নতুন বছরেই”Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020 “-নামক আইনের খসড়া তৈরি করেছেকেন্দ্রীয় সরকার।
নতুন খসড়া তে বলা হয়েছে….
*শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটার দুরত্বের মধ্যে তামাকজাত নেশাদ্রব্যের দোকান রাখা যাবে না।
*খুচরো সিগারেট বিক্রি করলে দু’বছরের জেল অথবা ১ লক্ষ টাকা জরিমানা করা হবে বিক্রেতার।
*২১ বছরের কম বয়সির কাছে বিক্রি করা যাবে না সিগারেট বা তামাকজাত দ্রব্য।
*বিক্রেতা তৃতীয়বার একই ভুল করলে ৫ বছরের জেল সহ ৫ লক্ষ টাকা জরিমানা হবে।