সোহিনী পোড়েল: বাংলায় নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। সারা রাজ্যে ভোট প্রচার জোর কদমে চলছে। আর কয়েক দিন পরেই ভোট।
রাজ্যে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঁকুড়া জেলার বিজেপি কর্মীদের মধ্যে আলাদা অক্সিজেন জোগালেন। বাঁকুড়ার তিলোবেদিয়া ময়দানে সভা করতে এসে বলেন, যত দূর দেখছি, তত দূর লোক দেখতে পাচ্ছি। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে ২ মে দিদি যাচ্ছেন, আসল পরিবর্তন আসছে।
দিদি চাইলে আপনার পা মোদির মাথার উপর রাখতেই পারেন, কিন্তু বাংলার উন্নয়নকে লাথি মারতে দেবেন না। ১০ বছর ধরে বাংলার মানুষ দিদির খেলা দেখেছে। দিদির খেলা শেষ হবে, এবার উউন্নয়ন শুরু হবে। এবার বাংলার মানুষ ঠিক করে নিয়েছে। দিদি এবার যাচ্ছেন। মোদি প্রশ্ন করলেই দিদির রাগ হয়। মোদির চেহারা দিদি পছন্দ করেন না।