স্বাগতা পতি, দক্ষিণ ২৪ পরগনা: মধ্যবয়সী যৌননির্যাতনের শিকার হল ৬ জন নাবালক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত গঙ্গারামপুরে।অভিযোগ এলাকার ছয় জন নাবালকের ওপর দীর্ঘ একমাস ধরে যৌন অত্যাচার চালিয়েছেন ৬০ বছরের প্রৌঢ়। তাদের প্রত্যেকের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। অভিযুক্তের নাম কেডরিক পিনারোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বাহানায় গত একমাস ধরে এলাকার ৬ নাবালককে নিজের বাড়ি নিয়ে গিয়ে যৌন হেনস্থা চালাতেন ওই ব্যক্তি। শারীরিক নির্যাতনের সময় যন্ত্রণায় চিৎকার করলে তাদের ওপর আরও অত্যাচার করা হত। কাউকে বলে দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন বলে অভিযোগ। এর ফলে এই ছয় বালক চুপ করেই থাকে।
কিন্তু অবশেষে অসহ্য যন্ত্রণার কথা পরিবারের কাছে জানাতেই ঘটনাটি প্রকাশ্যে আসে। ৬ নাবালকের পরিবার বিষ্ণুপুর থানায় বিষয়টি জানালে পুলিশ নাবালোকদের আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠায়। তাদের ওপর যৌন অত্যাচারের প্রমাণ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।