Friday, October 22, 2021
Home রাজ্য বর্ধমান পূর্ব বর্ধমানে লড়ির ধাক্কায় মৃত দুই যুবক

পূর্ব বর্ধমানে লড়ির ধাক্কায় মৃত দুই যুবক

লড়ির ধাক্কায় মৃত দুই যুবক |

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার গলসি বড়দিঘি তিরিঙ্গে মোড়ের কাছে মোটর সাইকেলে করে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে, পেছন থেকে আসা লড়ি ধাক্কা মারে। মোটরসাইকেলের পেছনে এবং Nh2 পাশে দাঁড়িয়ে থাকা দশচাকা গাড়িটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই যুবক। একজনের নাম কুরবান মির্জা আরেকজনের নাম মনি দুজনের বয়স আনুমানিক 24 ও 25 ।জানা গেছে একজনের বাড়ি গলসি থানার বাবলাতে আরে একজনের বাড়ি শিমুলিয়া গ্রামে। পেশায় ওই ২ যুবক মার্বেল মিস্ত্রি। বর্ধমান কাজে যাওয়ার পথেই ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলের গোলসি থানা পুলিশ এসে ওই দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান পাঠায়।এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে মানুষজন রাস্তা অবরোধ করে দেয় ।অবরোধের জেরে যানযোটের সৃষ্টি হয় ফলে বড়দীঘি মোড়ের কাছে ওভার ব্রিজের শেষে দূর্গাপুর থেকে কৃষ্ণনগর যাবার পথে একটি বাস ভিড় দেখে ঘুড়িয়ে নেয় এবং একি রুটে চলতে থাকে তখন উল্টো তখন বাকুড়ার দিক থেকে একটি বাস মুখোমুখি দুটো বাস এক্সিডেন্ট হয় এই দুটো ঘটনায় ঘটে বড়দীঘি গ্ৰামে।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?