রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাওড়া ডুমুর জেলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। জনস্বার্থ বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আজ এই মিছিল।
মিছিলে প্রায় হাজার হাজার মানুষ যোগদান করেন। উক্ত এই মিছিলে উপস্থিত ছিলেন মাননীয় সমবায় মন্ত্রী অরূপ রায়, শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ী, সংসদ প্রসেন বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন সকল স্তরের নেত্রীবৃন্দ ও কর্মীবৃন্দ।
প্রসঙ্গত,লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত শীতকালীন অধিবেশনে 3 টি কৃষিবিল পাস করে নরেন্দ্র মোদির সরকার।রাষ্ট্রপতির স্বাক্ষরের পর বিল কার্যত আইনে পরিণত হয়েছে।কিন্তু দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষকদের বিরোধিতার মুখে ও সুপ্রিম কোর্টের চাপে বর্তমানে উভয়সঙ্কটে মোদি সরকার।
তৃণমুল কৃষকদের পক্ষে এবং বিলের বিপক্ষে,সে বিষয়ে নিজেদের অবস্থান বহুআগেই জানিয়ে দিয়েছেন।বিলের বিপক্ষে নিজেদের অবস্থান ও কৃষকদের সমর্থনে বেশ কিছু মিছিল তথা রাজনৈতিক সমাবেশ ও করেছে।
রবিবার ফের একবার বিলের বিপক্ষে পথে নেমে নিজেদের অবস্থান আরো একবার জানান দিলো তৃণমুল।