নরেশ ভকত, বাঁকুড়াঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই সংগঠন মজবুত করতে গুটি সাজাতে শুরু করে দিয়েছে।রাজনীতির ময়দানে কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ।সেই উপলক্ষেই এবার পথে নামলো বিজেপিও।
শনিবার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে বিজেপি কর্মীরা কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি পালন করলেন । সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এক মুষ্টি চাল সংগ্রহ করলেন ও কেন্দ্রীয় কৃষি আইনের স্বপক্ষে একটি করে লিফলেট তাদের হাতে তুলে দিলেন ।
2021 বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে বিজেপির নেতৃত্বদের জনসংযোগ তৈরি ও পাশাপাশি ভোট আদায়ের নতুন কৌশল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । তবে 2021 বিধানসভা নির্বাচনে বাংলার মাটি গেরুয়া হয় নাকি নীল-সাদা থাকে তা সময়ই বলবে ।
বিজেপি নেতা হারাধন অধিকারী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন,”এই কর্মসূচির ফলে বিজেপি সংগঠন মজবুত হচ্ছে ও সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি”।