নরেশ ভকত, বাঁকুড়াঃ গতকালই দিল্লির সদর দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন ৮ দফায় হবে।অশান্তি এড়াতে এবার নির্বাচন কে নজিরবিহীন ভাবে ভাগে ভাগে দেওয়ার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন।
গোলমাল এড়াতে বাঁকুড়ায় ২ দফায় ভোট হবে বলে জানিয়েছে কমিশন।নির্বাচন কমিশনের ভোট ঘোষণার পর বাঁকুড়ার নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার।
নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই বাঁকুড়ায় কি ভাবে নির্বাচন হবে সে প্রসঙ্গে জেলাশাসক জানিয়েছেন,’জেলায় এবার দুই দফায় হবে ভোটগ্রহণ। বাঁকুড়ার শালতোড়া, ছাতনা, রানিবাঁধ এবং রায়পুর চারটি বিধানসভায় ভোট গ্রহণ করা হবে আগামি ২৭ এ মার্চ। দ্বীতীয় দফায় বাঁকুড়ার আটটি বিধানসভা এলাকায় বাঁকুড়া, বড়জোড়া, তালডাংরা, ওন্দা, বিষ্ণুপুর কোতুলপুর, ইন্দাস ও সোনামুখীতে হবে ভোটগ্রহণ ১ লা এপ্রিল। মোট ৪০১৯ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট নেওয়া হবে। মোট ২৮ লক্ষ ৯৭ হাজার ১১১ জন ভোটার ভোট দান করবেন’।
তবে এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোভিড বিধিনিষেধ মেনে হবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হবে।