Friday, October 22, 2021
Home রাজ্য পুরুলিয়া-বীরভূম-বাঁকুড়া নিত্যানন্দপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল 'চোখের আলোয়' কর্মসূচী।অংশগ্রহণ করলেন প্রায় ৪৫০ জন।

নিত্যানন্দপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল ‘চোখের আলোয়’ কর্মসূচী।অংশগ্রহণ করলেন প্রায় ৪৫০ জন।

এই প্রকল্পে পড়ুয়াদের সাথে সাথে নবজাতক থেকে বৃদ্ধ প্রত্যেকেই পাবেন বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ছানি অপারেশনের সুবিধা। আপাতত এই প্রকল্প চলবে ২০২৫ সাল পর্যন্ত।

নরেশ ভকত, বাঁকুড়াঃ সবুজসাথী সাইকেল, স্কুলের পোশাক, পড়ুয়াদের জন্য ট্যাবের পর মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প ‘ চোখের আলোয়’ ঘোষণা করেছিল বেশ কিছুদিন আগেই। এই প্রকল্পে পড়ুয়াদের সাথে সাথে নবজাতক থেকে বৃদ্ধ প্রত্যেকেই পাবেন বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ছানি অপারেশনের সুবিধা। আপাতত এই প্রকল্প চলবে ২০২৫ সাল পর্যন্ত।

আজ গঙ্গাজলঘাটি ব্লকের নিত্যানন্দপুর অঞ্চলের নিত্যানন্দপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল ‘চোখের আলোয়’ কর্মসূচী। এই কর্মসূচিতে প্রায় ৪৫০ জন মানুষ তাদের চোখ পরীক্ষা করান এবং তাদের বিনামূল্যে চশমা দেবার ব্যাবস্থা করা হয়।

আজকের এই ‘চোখের আলোয়’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তারাশঙ্কর মন্ডল ও তৃনমূল অঞ্চল সভাপতি দেবদাস বাজপেয়ী।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?