নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা পরিস্থিতির জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করাতে এবার নয়া উদ্যোগ নিল বিষ্ণুপুর পুর প্রশাসন। মঙ্গলবার পুরসভা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে শহরের সমস্ত প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাবান বিতরণ করা হল।
মঙ্গলবার প্রতিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাতে ওই সাবানের প্যাকেট তুলে দেন পৌরপ্রশাসক তথা বোর্ডের চেয়ারম্যান দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। তাঁরা অনেক সময় ঠিকমতো হাত না ধুয়েই খাবার হাতে নেয়। অনেক দুস্থ ছেলেমেয়ে রয়েছে যাঁরা নিয়মিত সাবান কিনতে পারে না। তাই তাঁদের সবার কথা ভেবে আমরা পুরসভার পক্ষ থেকে বিনামূল্যে সাবান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”।
প্রাথমিকভাবে এদিন শহরের সমস্ত স্কুলে মোট ১২ হাজার সাবান দেওয়া হয়। তবে বর্তমানে সবমিলিয়ে স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা ৬ হাজার। সেই হিসাবে প্রত্যেকে ২টি করে সাবান পাবে। সাবান শেষ হয়ে গেলে পরবর্তীতে ফের আবার সাবান বিলি করা হবে।