Monday, May 17, 2021
Home রাজ্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দুর্গাপুর ডিসিআরসি কেন্দ্রে পোলিং অফিসারদের প্রবল বিক্ষোভ।

দুর্গাপুর ডিসিআরসি কেন্দ্রে পোলিং অফিসারদের প্রবল বিক্ষোভ।

দুর্গাপুর ডিসিআরসি কেন্দ্রে দেখা গেলো পোলিং অফিসারদের প্রবল বিক্ষোভ।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুর ডিসিআরসি কেন্দ্রে দেখা গেলো পোলিং অফিসারদের প্রবল বিক্ষোভ। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি মাফিক ব্যাঙ্ক আকউন্ট এ টাকা ঢোকেনি, অথচ ফর্ম ফিলাপের পর জমা দেওয়ার সময় বলা হয়েছিল টাকা সময়মতো ঢুকে যাবে। কিন্তু রবিবার দুর্গাপুর বেসরকারী আইন কলেজে ডিসিআরসি কেন্দ্রে ভোটের ডিউটির সিডিউল নিতে আসার সময়ও ব্যাঙ্কে টাকা না ঢোকার কারণে ক্ষোভে ফেটে পড়েন ফার্স্ট পোলিং অফিসাররা।

টাকা ব্যাঙ্কে না ঢুকলে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দেয় পোলিং অফিসাররা। দুর্গাপুরের মহকুমা শাসক তথা মহকুমা রিটার্নিং অফিসার অর্ঘ্যপ্রসূন কাজী বলেন, “অনেক বোঝানো হয়েছে আন্দোলনকারীদের কিন্তু কথা শুনছে না ওনারা, টাকা না পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তবে কমিশনের সিদ্ধান্ত মাফিক ভোটের ডিউটি করতেই হবে পোলিং অফিসারদের”। প্রবল বিক্ষোভ সামলাতে শেষ পর্যন্ত ভোটের ডিউটির পর টাকা মিটিয়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয় জেলা নির্বাচনী আধিকারিকরা।

- Advertisment -

Most Popular

Recent Comments

× How can I help you?