নরেশ ভকত, বাঁকুড়াঃ ভুলে ভরা আধার কার্ড সংশোধনের কাজ দীর্ঘদিন ধরে না হওয়ার কারণে চরম ভোগান্তির মুখে কোতুলপুরের মানুষ।তাই আজ আধার কার্ড সংশোধন কেন্দ্র খোলার দাবিতে কোতুলপুর পোস্ট অফিস এ ডেপুটেশন দিল স্থানীয় মানুষ।
তাদের দাবি,”অবিলম্বে আধার কার্ড তৈরীর কাজ চালু করতে হবে। আধার কার্ড না হওয়ার পিছনে কেন্দ্র সরকার কে দায়ী করেছেন আন্দোলনকারীরা”।
তাদের আরও দাবি,”কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে বিভিন্ন রকম ভাবে নাজেহাল করছে”। আন্দোলনকারীরা একটি লিখিত অভিযোগ কোতুলপুর পোস্টমাস্টারের কাছে পনেরো দিনের মধ্যে আধার কার্ড তৈরির কাজ শুরু করার আবেদন পত্র দেয়।
বিক্ষোভ চরমে উঠছে দেখে,পোস্টমাস্টারের আশ্বাসে আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেয়। তবে আন্দোলনকারীরা,”এও জানান যদি আধার কার্ড তৈরির কাজ আগামী দিন না চালু হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে”।