নরেশ ভকত, বাঁকুড়াঃ পথ দুর্ঘটনায় এক লরি চালকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন লড়িচালক । সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত যমুনা বাঁধ কলোনি এলাকায় NH60 রাস্তার ওপর । মৃত লরি চালকের নাম মোহাম্মদ আজমল হোসেন বয়স 38 বছর এবং আহত খালাসির নাম আশিক ইকবাল বয়স 23 বছর । বাড়ি মুর্শিদাবাদ জেলায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে ,যমুনাবাঁধ এলাকায় রাস্তার উপর একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়ে ছিল।সেই সময় একটি চাল বোঝাই লরি পিছন দিক থেকে এসে পাথর বোঝাই লরিটিকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চাল বোঝাই লরি চালকের এবং আহত হন খালাসি।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । এবং আহত ব্যক্তিকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।