বেশ কিছুদিন আগেই রাজ্যে গরু পাচার কান্ডে সক্রিয় হয়েছে সি বি আই।তদন্তে নেবেই বি এস এফ কম্যান্ডান সতীশ মিশ্র কে নিজেদের হেফাজতে নিয়েছে তারা।এমন কি আই পি এস এনামুল হককেউ গ্রেপ্তার করেছে তদন্তকরী সংস্থা।
সেই তদন্তের জাল গোটাটাই এবার কলকাতায় হাজির সিবিআই।এদিন সকাল থেকেই গরু পাচার-কাণ্ডে ম্যারাথন সিবিআই তল্লাশি চলছে ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়িতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে এই তল্লাশি চলছে।
সূত্রের খবর, প্রভাবশালীদের টাকা পাঠাতেন বিনয় মিশ্র। তাঁর খোঁজ না মেলায় লুকআউট নোটিস জারি হয়েছে, যাতে তিনি বিদেশে পালাতে না পারেন। তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে বার বার এই বিনয় মিশ্রের নাম উঠে এসেছে। একাধিক সন্দেহভাজন এবং সাক্ষী জেরার সময় তাঁর নাম উল্লেখ করেছেন।