রাজ্য রাজনীতি বর্তমানে নিয়েছে এক নাটকীয় রূপ, ফুল বদলে রীতিমতো চলছে প্রতিযোগিতা, গত পরশু প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা এক কালে মমতার প্রিয়পাত্র শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছে গেরুয়া শিবিরে। আর এইবার গেরুয়া শিবিরের অন্যতম নেতা বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা (Sujata Kha)। যোগদান দিতে চলেছে তৃনমূলে। তৃণমূলে যোগদানের আগে সুজাতা খাঁ বলেন,’যোগ্য দলে প্রিয় নেত্রীর সঙ্গে কাজ করতে চাই।’লোকসভা ভোটের সময় স্বামীর হয়ে ভোট প্রচার করেছিলেন সুজাতা খা। সেসময় একটি মামলার কারণে বিষ্ণুপুরে ঢুকতে পারেননি সৌমিত্র খাঁ। স্বামীর অনুপস্থিতিতে সুজাতাই প্রচার চালিয়েছিলেন সৌমিত্র খা এর হয়ে। ভোটে জিতেছিলেন সৌমিত্র। তাঁর জয়ের অন্যতম কারিগর ছিলেন স্ত্রী সুজাতা। তারপর বিজেপির নানা সভা-সমাবেশে দেখা গিয়েছে তাঁকে। সক্রিয়ভাবে দলের কর্মসূচিতে সামিল হয়েছেন। এর পাশাপাশি বিজেপির হয়ে ফেসবুকে নিয়মিত জোরালো সওয়ালও করেছেন। সেই সুজাতাই আজ যোগ দিতে চলেছেন তৃণমূলে। যোগদানের আগে তিনি বলেন,’নিঃশ্বাস নিতে চাই। সম্মান পেতে চাই। যোগ্য দলে যোগ্য নেত্রী হয়ে কাজ করতে চাই। আমার প্রিয় নেত্রীর সঙ্গে কাজ করতে চাই। এবং আমার প্রিয় দাদার সঙ্গে।’