নিজস্ব প্রতিনিধি, কলকাতা:দলীয় পতাকা হাতে দল ঘোষণার সময়ই বলেছিলেন রাজনীতির ময়দানে তার মূল প্রতিপক্ষ ‘তৃণমুল’।কিন্তু সেই প্রতিপক্ষকে এত তাড়াতাড়িই যে শত্রু বানিয়ে ফেলবে তার অনুগামীরা তা বোধহয় তিনি নিজেও ভাবেননি।
শনিবার সন্ধ্যায় মধ্যমগ্রামের বাদু এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে বা ভাইজান তথা ফুরফুরা শরিফের পরিজাদা আব্বাস সিদ্দিকীর দলের বিরুদ্ধে।
পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমুল কর্মীদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে।
মারধরের ঘটনার অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ মধ্যমগ্রাম থানার পুলিশ।
এদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাল্টা দাবি, হামলা চালিয়েছে তৃণমূলের কির্মীরাই।ISF-পার্টির জন্ম মাত্র মাসখানেক আগে।আগামী একুশে নির্বাচনী যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন দলের নেতারা। কিন্তু ভোটের মুখে সেই দলের বিরুদ্ধেই উঠল নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ।