কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল কর্মীর খুন ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃতের নাম খালেক মিঞা। কর্মী খুনের গোটা অভিযোগ সম্পূর্ণ বিজেপির দিকে।সূত্রের খবর ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের দিকে যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর জালধোয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম মৃতদেহটি দেখতে পান। সাতসকালে চাষের জমিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত খালেক মিঞার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পাশাপাশি মৃতদেহের মুখে বিজেপির পতাকা চাপা দেওয়া ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
খুনের ঘটনায় অভিযোগের তির উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। খুনের খবর পেয়েই ঘটনাস্থলে আসে বক্সীরহাট থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।