নরেশ ভকত, বাঁকুড়াঃট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার তালসাগ্রা গ্রামে । মৃত যুবকের নাম সাগর কেওড়া । বয়স 21 বছর । পাশাপাশি এই ঘটনায় জয়ন্ত কেওড়া নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন ।
স্থানীয় সুত্র জানা গেছে,শনিবার দুপুর নাগাদ একটি মোটর বাইকে করে ওই দুই যুবক পাত্রসায়ের থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল সেই সময়ে তালসাগ্রা এলাকায় একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । ঘটনাস্থলেই মৃত্যু হয় সাগর কেওড়া নামের ওই যুবকের এবং গুরুতর আহত হন জয়ন্ত কেওড়া নামে আরও এক যুবক ।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং আহত যুবককে বিষ্ণুপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।ঘাতক ট্রাকটিকে আটকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ ।