নরেশ ভকত, বাঁকুড়াঃ বড়জোড়া জঙ্গলে গত কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল রীতিমতো আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বড়জোড়া জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারন মানুষদের । পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষীদের ।
বনদপ্তর সদা সতর্ক রয়েছে যাতে করে হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় । বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে জানা গেছে,’এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জের মনোহর মৌজায় 38 টি বুনোহাতি রয়েছে , পাবয়া মৌজায় আঠারোটি হাতি রয়েছে ,বেলিয়াতোড় রেঞ্জের রামচন্দ্রপুর মৌজায় একটি হাতি রয়েছে । বাঁকুড়া বড়জোড়া ফরেস্ট রেঞ্জ অফিসার ঋত্বিক দে জানালেন এই মুহূর্তে ৬৫টি হাতি আছে এবং এলাকার সকল মানুষকে সতর্ক করা হয়েছে ৷
হাতির অবস্থান বড়জোড়া রেঞ্জে মনোহর মৌজায়-৩৮টি,পাবয়া-১৮টি,বাঁকুড়া উত্তর রেঞ্জে বারমেসিয়া-৩টি,রসিকনগরপুর-২টি,বেলিয়াতোর রেঞ্জে রামচন্দ্রপুর-১টি,গঙ্গাজলঘাটি রেঞ্জে রাদুরবাদ-৪-৬টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।