করোনাকালে গৃহবন্ধি পড়ুয়াদের জন্য বিনামূল্যে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।তবে সাড়ে ৯ লক্ষ উচ্চমাধ্যমিক পড়ুয়াকে ট্যাবলেট দেওয়া এই মুহূর্তে কার্যত অসম্ভব। এক লপ্তে এত কম সময়ে তা মিলবে না বলে মঙ্গলবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। তাই বাস্তবতা বিচার করে তাই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা।
নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেব বলেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা দরপত্র ডাকলে বড়জোর এক থেকে দেড় লক্ষ পেতে ট্যাব পেতে পারি।বর্তমানে চিনা ট্যাব কিনতে পারব না।তাই দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দিয়ে দেওয়া হবে।’
১০ হাজার টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে।’আগামী ৩ সপ্তাহের মধ্যে সমস্ত পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা চলে যাবে’ বলে এদিন নবান্ন থেকে তিনি জানান।
ছাত্রছাত্রীদের 10 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা মমতার।
সরকারের পাঠানো টাকা দিয়ে ছাত্রছাত্রীর নিজেরাই ট্যাব কিনে নিতে পারবে।
Sourceনিজস্ব প্রতিনিধি