নরেশ ভকত, বাঁকুড়াঃ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি মাটির বাড়ি। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার বড়জুড়ি গ্রামে। পরিবারের দাবি গ্রামের গ্রাম রক্ষী বাহিনীর নেতৃত্ব দেওয়ার কারনেই দুস্কৃতিরা ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
বাঁকুড়ার বড়জুড়ি গ্রামে বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। এই চুরি ঠেকাতে গ্রামেরই যুবক সাধনজ্যোতি সিংহ র নেতৃত্বে সম্প্রতি গ্রামরক্ষী বাহিনী তৈরী হয়। গ্রামরক্ষী বাহিনীর তৎপরতায় সম্প্রতি গ্রামে চুরি বন্ধ হয়ে যায়।
অভিযোগ এই রাগেই আজ ভোরের দিকে দুস্কৃতিরা গ্রামরক্ষী বাহিনীর নেতৃত্বদানকারী সাধনজ্যোতি সিংহর পরিবারের একটি খড়ের চালার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িটির সর্বত্র। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা আগুন নেভানোর কাজ শুরু করে।
খবর দেওয়া হয় মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে। তবে সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন গ্রামে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে ওই খড়ের বাড়িতে রাখা একটি বাইক, একাধিল সাইকেল ও বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি পরিবারের।